Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

হাবিবুল্লাহ নগর ইউনিয়ন পরিষদের ইতিহাস

       উপজেলা পরিষদ হতে ১.৫কি: মি: পূর্বে করতোয়া নদীর পূর্বে নগরডালা বাজার সংলগ্ন ২০শাতাংশ জমি নিয়ে ইউপি পরিষদ ভবন গঠিত হয়। এই ইউনিয়ন পরিষদের নাম করন করা হয় হযরত শাহ্ হাবিবুল্লাহ (র:) এবং নগরডালা গ্রামের নামের সাথে মিল করে নাম করন করা হয় হাবিবুল্লাহ নগর ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়ন পরিষদের ২০শাতাংশ জায়গা বিনা পয়শায় (দান) পরিষদের নামে লিখে দিয়েছেন। পরিষদের নির্দিষ্ট গ্রাম গুলি নিয়ে তার কার্যক্রম সুন্দর ভাবে পরিচালনা করছে। পরিষদ কম্পেলেক্স ভবনটি নির্মান হয়েছে ইউনিয়নের মাধে জায়গায়। ইউনিয়ন পরিষদ থেকে সকল গ্রামের যোগাযোগ ব্যবস্থা ভাল, কাউকে পরিষদে আসার জন্য ভোগান্তির শিকার হতে হয় না।